প্রিয় পাঠকগণ, আসা করি সকলে ভালো আছেন। পোষ্টের টাইটেল দেখেই হইতো বুঝে গেছেন এই পোষ্টের উদ্দেশ্য কি। চলুন তাহলে কথা না বাড়িয়ে সরাসরি শিখে নিই, বিকাশের মাধ্যমে হোষ্টিং কেনা ।
প্রথমেই ভিজিট করুন এই ওয়েবসাইটেঃ Order.mdn.com.bd
ভিজিট করার পর নিচের মতো পেজ পাবেন, সেখান থেকে “ORDER HOSTING” এ ক্লিক করবেন।

তারপর নিচের মতো, পছন্দের প্যাকটির সাথে থাকা “Order Now” বাটনে ক্লিক করবেন।

তারপর, যদি আপনার ডোমেইন কেনা থাকে তাহলে ৩ নং অপসনটিতে টিক দিয়ে ডোমইন নামটি লিখে “Use” বটনে ক্লিক করবেন।
আর যদি ডোমেইন কেনা না থাকে।
তাহলে ১ নং অপসনটিতে টিক দিয়ে যে নামে Domain সহ কিনতে চান তা লিখে “Use” বাটনে ক্লিক করবেন।

কত সময়ের জন্য নিতে চান তা সিলেক্ট করে “Continue” বাটনে ক্লিক করবেন।

“Checkout” বাটনে ক্লিক করবেন।

নিচের মতো কিছু বক্স থাকবে, সবগুল পূরণ করে নিবেন।

সব তথ্য পূরনের পর উক্ত পেজেরই নিচের দিকে . নিচের মতো বিকাশ অপসনে টিক দিয়ে “Complete Order” ক্লিক .

ব্যাস অর্ডার দেওয়া শেষ। কি পাঠকগনেরা? দেখলেন তো, অর্ডার দেওয়া কত সহজ বিকাশের মাধ্যমে হোষ্টিং কেনা যায়।
এখন শুধু ইমেইলে পাওয়া ইনভয়েস দেখে পেমেন্ট করে দিলেই হোষ্টিং এক্টিভ হয়ে যাবে।
ইমেইল ওপেন করুন।

ইমেইল এ দেওয়া লিংকে নিচের মতো একটি ইনভয়েস পাবেন। ইনভয়েসে দেখতে পাচ্ছেন এটি “UNPAID” দেখাচ্ছে এবং নিচে পেমেন্ট করার জন্য তথ্য দেওয়া আছে।

পেমেন্ট করার সময় Reference নাম্বার দিয়ে পেমেন্ট সম্পূর্ণ করুন। ব্যাস হয়ে গেল কেনা । এখন আপনার মেইল অথবা সাইটে লগিন করে আপনি আপনার হোস্টিং প্যানেল ঢুকতে পারবেন।