ধাপঃ ০১ | ক্লাসঃ ০৫ | তারিখঃ ২৭/০৭/২০
প্রযুক্তি এগোচ্ছে, এগোচ্ছে মানুষ, উদ্ভাবন হচ্ছে নতুন সব প্রযুক্তি। তবে আপনি কেনো পিছিয়ে থাকবেন?
আমাদের সমাজের, আমাদের দেশের, আমাদের মানবজাতির কোনো সমস্যা খুজতে হবে। সমস্যা সমাধানের একাধিক পদ্ধতি বের করে সেগুলো প্রয়োগ করতে হবে। পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারবেন না, কিন্তু কোনো একটা সমস্যার সমাধান যদি এই মানবজাতির জন্য করে যান, তবে তারা আপনাকে মনে রাখবে।
যেমন ধরুন, মার্টিন কুপরা কিংবা স্টিভ জবস, তাদের নাম আজ গোটা বিশ্ববাসী জানে, জানে তাদের অবদান সম্পর্কে। মার্টিন কুপার, যিনি আমার আপনার হাতে থাকা মোবাইল নামক ওই যন্ত্রের জনক। যদিও সেসময়ে আবিষ্কৃত মোবাইল প্রযুক্তি অতি নগন্য ছিলো। সেই মোবাইল প্রযুক্তির রেভুলোশনা করার মধ্যে অন্যতম একজন হলেন স্যার স্টিভ জবস। তার উদ্দোগের ফলেই আজ মোবাইল প্রযুক্তি এতদূর। অবশ্য এর পিছনে আরো অনেকেই আছেন।
যা বুঝলামঃ সমস্যা খুজুন, সমাধানে নেমে পড়ুন, পরিশ্রম শুরু করে দিন। সন্মান কিংবা টাকা উভয়ই আপনাকে খোজা শুরু করবে, আপনার কাছে আসার জন্য লাফালাফি করতে থাকবে।
আবারো কথা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সকলে অনেক ভালো থাকবেন, ধন্যবাদ।
ভালো লাগলে এই গ্রুপে আপনার বন্ধুদের ইনভাইট করতে পারেন।