ধাপঃ ১ | ক্লাসঃ ১২ | তারিখঃ ১৬/০৮/২০
অযথা ভাগ্যের দোষ দিবেন না। আপনি যেটা চান, সেটা পেতে আপনি নিজেকে কতটুকু তৈরি করেছেন? কি পারেন আপনি, কতটুকু উপযুক্ত হয়েছেন আপনার স্বপ্ন ছুঁইতে পারার জন্য?
আপনি নিজেকে যতটুকু তৈরি করে তুলবেন, ততটুকুই পাবেন, নিজেকে প্রশ্ন করুন তো আপনি কি কি পারেন, আর কতটুকু চেষ্টা করেছে নিজেকে তৈরি করে তোলার। ভাগ্যের দোষ তো মূর্খরা দেই, আর পরিশ্রম করে ভাগ্য তৈরি করে স্বপ্নকে ছিনিয়ে নেই জ্ঞানীরা।
কেনো অসম্ভব? কেনো? কেনো? আপনি মন থেকে আপনার স্বপ্নকে পূরণের জন্য কঠোর পরিশ্রম করলে কে আছে আপনাকে দমাবার?
সময় গেলেও আর সাধন হইবে না, এটাও মাথায় রাখবেন। সবকিছুর একটা সময়ও থাকে। আর সেই সময় সুযোগের সঠিক ব্যবহার না করে ফালতু কাজে সময় নষ্ট কিংবা অলসতা করবেন তো সেই সুযোগ সারা জীবন কান্না করলেও আর ধরা দিবেনা।
ভালো থাকবেন সকলে। আবারো কথা হবে আগামী কোনো ক্লাসে।