ধাপঃ ০১ | ক্লাসঃ ০১ | তারিখঃ ২৩/৭/২০
কি ভাবছেন? মাস্টার্স/ ডিগ্রি/ অনার্স পাশ করার পরে জীবনে রিস্ক নিবেন? তখন জীবনে কিছু একটা করবেন?
তবে এটাও জেনে রাখুন, পৃথিবীতে কত কত মাল্টি ট্যালেন্টরা অক্লান্ত পরিশ্রম করার পরও ব্যার্থ হচ্ছে। আর আপনি লেখাপড়া (একটি কাজ) করছেন তাই অন্যকিছু করতে পারবেন না! কিভাবে নিজেকে মাল্টি ট্যালেন্ট দাবি করেন? কিভাবে ভাবেন আপনি বড় কিছু করবেন? হ্যাঁ এই দেশে হয়তো বাপের মোটা অংকের টাকা দিয়ে একটা চাকরী পাবেন, পাবেন না গোটা দুনিয়ার ভালোবাসা।
সত্যিই কি আপনার মধ্যে কিছু আছে? অবশ্যই থাকার কথা। কেননা সৃষ্টিকর্তা সবার মাঝেই এক একটি প্রতিভা দিয়েছেন। অনেক অপমান সহ্য করতে হয়, অনেক কথা শোনা লাগে? সেই সকল লোকদের আপনি নিজেকে প্রমাণ করে দেখিয়ে দিন আপনি কতটা কর্মঠ, আর সেই কর্মের গুণ দিয়ে আপনি কত বড় বড় ভালো কাজ করেছেন।
কাজ করুন টাকার অভাব হবেনা। অন্যদিকে টাকা টাকা করলে টাকার গন্ধও মিলবেনা।
জীবনের ৬০ বছরে গিয়ে ৬০ লাখ টাকা কি কাজে দিবে আপনার? যা করার ইয়াং বয়সেই করে দেখাতে হবে, এটাই উপযুক্ত সময়। আজ অবদি কেউ কখনো ওই মাস্টার পাশের পর কিছু শুরু করে বড় কিছু হতে পারেনি। পিছনে ছিলো ইয়াং বয়স থেকেই অক্লান্ত পরিশ্রম ও মাল্টি ওয়ার্ক।
যা বুঝলামঃ সবার ভিতেরই প্রতিভা আছে, সেটা খুজে ভালো কিছু করার জন্য মাল্টি ওয়ার্ক করতে হবে, লড়াই করতে হবে তবেই কিছু আসবে।
আজকের এই প্রথম ক্লাস, এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। ভালো থাকবেন সকলে।