ধাপঃ ০১ | ক্লাসঃ ০৭ | তারিখঃ ২৯/০৭/২০
কাউকে কখনো পিছিয়ে থাকতে দেখলে আমরা আপত দৃষ্টিতে মনে করি সে দূর্বল, সে সমাজের বোঝা, সে খারাপ, সে অযোগ্য! কিন্তু সবাই কি এক হয়?
দোষ আমাদের নিজেদেরই, আমরা সবাইকে একই পাল্লায় পরিমাপ করি। পিছিয়ে থাকার কারণ থাকতে পারে, হয়তো সে অন্য রাস্তার জন্য নিজেকে তৈরি করছে তাই আমাদের কাছে আপাত দৃষ্টিতে সে পিছিয়ে আছে মনে হয়।
কিন্তু সে গভীরে গভীরে তার মনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বড় কিছু যে করছে না তার কি নিশ্চয়তা আছে? তাই পিছিয়ে থাকা মানে দুর্বল না, হয়তো সে দুর্বার গতিতে আপনার শতাধিক উপরে উঠে যাবে নিমিশেষ।
যা বুঝলামঃ পিছিয়ে থাকার অর্থ এটা নয় যে, সে পারেনা, হয়তো সে অপ্রতিরোধ্য হয়ে হঠাৎ আসবে।
আবারো কথা হবে আগামী ক্লাসে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, M Dream Network এর সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ।