সহজ ভাষায় ডোমেইন এর অর্থ বলতে গেলে এটি হচ্ছে একটি নাম। বর্তমানে গড়ে উঠেছে অসংখ্য ডোমেইন এক্সট্রেনশন (যেমনঃ com, net, org, info, xyz) এগুলো হচ্ছে ডোমেইন এক্সটেনশন। ডোমেইনের মূল্য নির্ভর করে এই এক্সট্রেশনের উপরেই।
চলুন এবার একটু বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। ধরুন, আপনার একটি ওয়েবসাইট তৈরি করবেন। তাহলে অবশ্যই আপনার ওয়েবসাইটে প্রবেশ করার জন্য একটি URL/ ঠিকানা দরকার। এই ঠিকানাগুলো মূলত্ব (104.292.92.90) এই ধরনের হয়ে থাকে। কিন্তু এগুলো মনে রাখা কিংবা একটি প্রতিষ্ঠানের জন্য তা মানসম্মত না। আর এই কারনেই প্রয়োজন হয় ডোমেইন এর। অর্থাৎ, আপনার ওয়েবসাইটে প্রবেশ করার সহজ একটি নাম (যেমনঃ example.com / example.net) করা যায় এই ডোমেইন এর মাধ্যমে। আর একটি ডোমেইন এর গুরুত্ব যে কতটা বেশি তা নিয়ে আগামীতে লেখবো, ইনশাআল্লাহ।
আসা করি নতুনেরা ডোমেইন কি জিনিস তা নিয়ে সাম্যক জ্ঞান লাভ করেছেন। মূলত্ব এটি হচ্ছে ওয়েবসাইটে প্রবেশের ঠিকানা নাম।
যদি ডোমেইন ক্রয় কিংবা এ নিয়ে আরো বিস্তারিত কথা বলতে চান তবে এমডিএন ( MDN ) এর ফেইসবুক পেজে মেসেজ করতে পারেন।
এছাড়াও হোস্টিং, বাল্ক/মাস্কিং এসএমএস, সফটওয়্যার ডেভালোপমেন্ট, ওয়েব ডেভালোপমেন্ট কিংবা গ্রাফিক্স ডিজাইন যেকোনো বিষয়ে হেল্প/পরিষেবা লাগলে উক্ত পেইজে মেসেজ করতে পারেন। কিংবা ভিজিট করুন order.mdn.com.bd তে।